উত্তর: না, এর বিনিময় গ্রহণ করা জায়েয নয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা দিয়ে পাল দিয়ে তার মজুরি গ্রহণ করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে পাল দেয়া বাবদ বিনিময় নিতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২২৮৪; ছহীহ মুসলিম, হা/১৫৬৫)। তবে কেউ যদি ইচ্ছা করে কোনো হাদিয়া দেয়, তাহলে তা নেওয়াতে শরীআতে কোনো বাধা নেই। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, পাল দেওয়ার উদ্দেশ্যে ষাঁড় প্রদান করে মজুরি নেওয়া প্রসঙ্গে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট কিলাব গোত্রের এক লোক প্রশ্ন করলে তিনি তা নিতে বারণ করেন। সে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা পাল দেওয়ার উদ্দেশ্যে ষাঁড় দেই এবং আমাদেরকে (দাবি ব্যতীতই) পুরস্কার স্বরূপ কিছু দেওয়া হয়। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ধরনের পুরস্কার নেওয়ার অনুমতি দেন (আবূ দাঊদ, হা/১২৭৪)।
প্রশ্নকারী : রাসেল আহমেদ
নাটোর।