কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): আমি একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করি। সেখানে সব কিছুই সহশিক্ষা ব্যবস্থার অধীনে। আমি আগে কখনো সহশিক্ষা ব্যবস্থাতে পড়াশোনা করিনি। আর আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। এমতাবস্থায় আমার করণীয় কি?

উত্তর: ইসলামী শরীয়তে সহশিক্ষা ব্যবস্থাতে পড়াশোনা করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের সম্পর্কে বলেন, তোমরা তার (নবীর) পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্ৰ (আল আহযাব, ৩৩/৫৩)। ছালাতের ক্ষেত্রেও নারী-পুরুষের অবাধ মেলামেশাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের কাতারের মধ্যে উত্তম হলো, প্রথম কাতার এবং নিকৃষ্ট হচ্ছে শেষ কাতার। আর স্ত্রী লোকদের কাতারের মধ্যে উত্তম হচ্ছে শেষ কাতার (যা পুরুষের কাতার হতে দূরে থাকে), এবং নিকৃষ্ট হলো প্রথম কাতার (যদি পুরুষদের কাতারের নিকটবর্তী হয়) (ছহীহ মুসলিম, হা/৪৪০)। সুতরাং সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই ধরনের সহশিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করা থেকে বিরত থাকা। কিন্তু যদি সেই পড়াশোনার একান্ত প্রয়োজন হয় এবং অন্য সহশিক্ষামুক্ত কোনো প্রতিষ্ঠান পাওয়া না যায়, তাহলে যথাসম্ভব শরীয়তের বিধান মেনে পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ (ফাতওয়া নুরুন আলাদ দারব, ইবনু উছায়মীন, ১৩/১২৭)।

প্রশ্নকারী : জান্নাত

কুমিল্লা।


Magazine