উত্তর: পানি না পাওয়া, পানির স্বল্পতা, পানি ব্যবহারে অক্ষমতা অথবা পানি ব্যবহারে রোগ বৃদ্ধি কিংবা জীবননাশের আশঙ্কা থাকলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল করা যায়। আমর ইবনুল আছ রযিয়াল্লাহু আনহু বলেন, যাতু সালা-সিল যুদ্ধে গিয়ে প্রচণ্ড ঠাণ্ডাময় রাত্রিতে আমার স্বপ্নদোষ হয়ে গেল। আমার ভয় হলো যে গোসল করলে আমি বুঝি মারাই যাবো। তাই তায়াম্মুম করে আমার সাথীদের ছালাত পড়িয়ে দিলাম (ইমামতি করলাম)। আমার সঙ্গীরা রাসূল স. এর সামনে বিষয়টি উল্লেখ করলেন। রাসূল স. বললেন, আমর! তুমি জুনুবী অবস্থায় তোমার সাথীদের ইমামতি করেছো? আমি তখন তাকে আমার গোসল না করার কারণ সম্পর্কে বললাম, আপনি আল্লাহকে বলতে শুনেননি, وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ‘তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল’ (আন-নিসা, ৪/২৯)। রাসূল স. এ কথা শুনে হাসতে লাগলেন। কিছু বললেন না (আবূ দাঊদ, হা/৩৩৪)। তাই প্রশ্নোল্লিখিত ক্ষেত্রে তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারে। আর হায়েয থেকে পবিত্র হওয়ার সময় যেহেতু সুগন্ধি ব্যবহার করতে হয়, তাই এক্ষেত্রেও সুগন্ধি ব্যবহার করতে হবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।