কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): আমি ডিলারে বা রেশনের দোকানে কাজ করতাম। আমি ডিলারে চাল, গম ও আটা মেপে দিতাম; কিন্তু আমি চাল, গম ও আটা চুরি করেছিলাম এখন আমার করণীয় কী?

উত্তর: চুরি করা একটি ভয়াবহ কাবীরা গুনাহ। এক-চতুর্থাংশ দীনার (০.০৯২৫ ভরি) সমপরিমাণ সম্পদ চুরি করলে শরীআতে তার শাস্তি হলো একহাত কব্জি পর্যন্ত কেটে দেওয়া হবে এবং এ বিধান সরকারিভাবে কার্যকর করতে হবে। তাই উক্ত পাপ থেকে আল্লাহর কাছে তওবা করা জরুরী। আল্লাহ তাআলা বলেন, ‘হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা’ (আত-তাহরীম, ৬৬/৮)।

প্রশ্নকারী : রফিক

মালদা, ভারত।

Magazine