উত্তর: ছিয়াম থাকাবস্থায় ই‘তিকাফ করা সুন্নাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হলো, সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, ছিয়াম না রেখে ই‘তিকাফ করবে না এবং জামে মসজিদে ই‘তিকাফ করবে (আবূ দাঊদ, হা/২৪৭৩)।
প্রশ্নকারী : আশরাফুল ইসলাম
বগুড়া।