কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ‘ইয়া নূরু ইয়া বাসিরু’ এই বাক্য পড়ে ঘুমালে যা চাইবে তাই পাবে। এ কথার শারঈ কোনো ভিত্তি আছে কি?

উত্তর : এ ধরনের যিকিরের কোনো ভিত্তি নেই। বরং তা বানোয়াট ও ভিত্তিহীন। বরং ঘুমানোর সময় সুন্নাত হলো দু‘আ পড়া। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় গালের নিচে হাত রাখতেন আর বলতেন, أَللهم بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا উচ্চারণ :আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া। অর্থ : হে আল্লাহ! তোমার নামে আমি মরি ও বাঁচি। অর্থাৎ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব (ছহীহ বুখারী, হা/৬৩১৪; মিশকাত, হা/২৩৮২)।

প্রশ্নকারী : ফারুক ইসলাম

নলডাঙ্গা, নাটোর।


Magazine