উত্তর: কোনো ধর্মীয় বিশ্বাস ছাড়া এভাবে অর্থ বা সম্পদ জমিয়ে দান করাতে শরীআতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! আমরা যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না আর কাফেররাই যালেম’ (আল-বাকারা, ২/২৫৪)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দানের কারণে কখনো সম্পদের কমতি হয় না’ (ছহীহ মুসলিম, হা/৬৪৮৬)।
প্রশ্নকারী : জান্নাত আরা
দেবীনগর, চাঁপাই নবাবগঞ্জ।