উত্তর : না, এভাবে দু‘আ করা জায়েয হবে না। কেনন আল্লাহর নিকট দু‘আ করার জন্য কোনো অসীলা বা মাধ্যেমে প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেন,وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ‘আর যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলে দাও যখনই কোনো আহ্বানকারী আহ্বান করে, তখনই আমি তার আহ্বানে সাড়া দেই’ (আল-বাক্বারা, ২/১৮৬)। আবূ মূসা রযিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এক সফরে ছিলাম। অতঃপর উপরে উঠার সময় লোকজন উচ্চৈঃস্বরে তাকবীর দিতে শুরু করলে তিনি বলেন, তোমরা চুপে চুপে তাকবীর দাও। কেননা তোমরা বধির কিংবা অনুপস্থিত সত্তার নিকট প্রার্থনা করছ না। বরং তোমরা প্রার্থনা করছ অধিক শ্রবণকারীর নিকট যিনি তোমাদের সাথেই আছেন (ছহীহ মুসলিম, হা/২৭০৪)। অতএব দু‘আ করতে হবে কেবল মহান আল্লাহর নিকট, অন্য কারও নিকট নয় (তিরমিযী, হা/২৫১৬; মিশকাত, হা/৫০০২ সনদ ছহীহ)।
প্রশ্নকারী : মোহাম্মদ সায়েম
গাইবান্ধা সদর।