উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতকে ভালো মৃত্যুর আলামত বলে উল্লেখ করেছেন। যেমন- মৃত্যুর সময় শাহাদাত পাঠ করা (আবূ দাঊদ, হা/৩১১৬), জুমআর দিনে বা রাতে মৃত্যুবরণ করা (ছহীহুল জামে, হা/৫৭৭৩) ইত্যাদি। কিন্তু টয়লেটে মৃত্যুবরণ করা ভালো মৃত্যু বা খারাপ মৃত্যুর আলামত মর্মে কোনো বর্ণনা আসেনি। সুতরাং কেউ টয়লেটে মৃতবরণ করলেই, এজন্য সেটিকে ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু কোনোটিই ধারণা করা যাবে না।
প্রশ্নকারী : হুমায়ুন কবীর
কেশবপুর, যশোর।