উত্তর: কোথায় কিভাবে কার মৃত্যু হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, ‘কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত’ (লুক্বমান, ৩১/৩৪)। গায়েবের বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘সমস্ত গায়বের চাবিকাঠি তাঁর কাছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না’ (আল আন’আম, ৬/৫৯)। অন্যত্র বলেন, ‘বল! আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না আল্লাহ ছাড়া, আর তারা জানে না কখন তাদেরকে জীবিত করে উঠানো হবে’ (আন নামল, ২৭/৬৫)। অত্র আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে, মৃত্যু একটি গায়েবী জ্ঞানের বিষয় যা একমাত্র আল্লাহই জানেন। সুতরাং কেউ যদি গায়েবের কোনো বিষয় জানে মর্মে দাবী করে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন: মৃত্যু সম্পর্কে অগ্রিম জানে মর্মে দাবী করা। অতএব এমন দাবীদার ব্যক্তির পিছনে ছালাত আদায় করা যাবে না এবং এদের জানাযা পড়া যাবে না (ফাতাওয়া নূর আলাদ-দারব ‘ইবনু বায’, ১২/১০৩; ফাতাওয়া লাজনা দায়েমা, ফতওয়া নং ৩০৯০)।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।