কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): অনেক প্রতিষ্ঠান আছে যারা ইএমআই (EMI)-তে পণ্য বিক্রি করে এবং নির্ধারিত সময়ের পর পেমেন্ট হলে অতিরিক্ত চার্জ নেয়। এধরনের শর্ততে অতিরিক্ত চার্জ বৈধ হবে কী? এবং এধরনের প্রতিষ্ঠানে কালেকশন অফিসার হিসেবে চাকরি করা যাবে কি?

উত্তর: ১. পণ্যের মূল্য নির্ধারিত সময়ের পর পরিশোধ করার কারণে যে অতিরিক্ত চার্জ ধার্য করা হয়, তা সূদের আওতাভুক্ত (আহকামুল কুরআন লিল জাসসাস, ২/১৮৬)। আল্লাহ তাআলা সূদকে হারাম ঘোষণা করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। ২. প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানে কালেকশন অফিসার পদে চাকরি করা এবং এর উপার্জন হালাল হবে না। কারণ- ক. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহীতা, সূদদাতা, সূদ সম্পর্কিত লেনদেনের লেখক ও সাক্ষীদেরকে অভিসম্পাত করেছেন এবং বলেছেন, ‘এরা সমপর্যায়ের’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। খ. ইএমআই এর অধিকাংশ কার্যক্রম সূদের সাথে সম্পৃক্ত। সুতরাং এর মাধ্যমে পণ্য বিক্রয় করা হারাম কাজে সহযোগিতা করার শামিল। আল্লাহ তাআলা গুনাহের কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন (আল-মায়েদা, ৫/২)।

–মহিউদ্দিন

চাপাপুর, কুমিল্লা।


Magazine