কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : ইউটিউব থেকে যে ইনকাম হয় তা কিবৈধ?

উত্তরইউটিউব থেকে ইনকাম করার মাধ্যমই হলো কোনো কোম্পানির পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করা। ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন ছাড়া ইনকাম করার কোনো রাস্তাই নেই। আবার ইউটিউব কখন কোন বিজ্ঞাপন দেখাবে, তা ইউটিউবারের ইচ্ছার অধীন নয়। বরং সব কিছু ইউটিউব নিয়ন্ত্রণ করে। এতে হারাম পণ্যের বিজ্ঞাপন থাকে। আবার পণ্য হালাল হলেও নগ্ন নারীদের তেলেসমাতি থাকে। যার কারণে ইউটিউব থেকে উপার্জন করা হতে বিরত থাকা কর্তব্য। কেননা এতে অন্যায়ে সহযোগিতার পাশাপাশি হারামে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর দুটি থেকেই বেঁচে থাকা জরুরি। মহান আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর (আল মায়েদা, ৫/২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর মাঝে যা আছে সবই সন্দেহভাজন (ছহীহ বুখারী, হা/১৯৪৬)।

প্রশ্নকারী : সালাউদ্দীন

ভাসানটেক, ঢাকা।


Magazine