উত্তর: এরকম ঘুমে ওযূ ভাঙবে না। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীগণ বসে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতেন, তারপর দাঁড়িয়ে ছালাত আদায় করতেন; (এজন্য পুনরায়) ওযূ করতেন না (ছহীহ মুসলিম হা/৩৭৬; আবূ দাঊদ, হা/২০০; তিরমিযী, হা/৭৮)। আর যে ব্যক্তি শুয়ে ঘুমাবে তার ওযূ ভেঙে যাবে। উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি শুয়ে ঘুমায়, সে যেন ওযূ করে (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৪৭২)।
প্রশ্নকারী : আবূ সাইদ
বংশাল, ঢাকা।