উত্তর : শয়তানসহ কোনো মাখলূক মানুষের অন্তরের খবর জানে না। অন্তর্যামী শুধুমাত্র আল্লাহ। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় তিনি অন্তর্যামী’ (আল-মুলক, ৬৭/১৩)। তবে আল্লাহ তাআলা তাকে ক্বিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। সে মানুষকে দ্বীন ইসলাম থেকে বিচ্যূত করার যাবতীয় কলা-কৌশল ব্যবহার করবে। গুনাহের কাজ লোভনীয় করে পেশ করবে এবং মানুষের শিরায় শিরায় মিশে থাকবে। মহান আল্লাহ বলেন, শয়তান বলল, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, ‘তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভূক্ত/তোমাকে সময় দেওয়া হল’ (আল-আ‘রাফ, ৭/১৪-১৫)। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় শয়তান মানুষের রক্তনালীতে চলাচল করে (অর্থাৎ রক্ত যেমন মানুষের দেহে চলাচল করে, কোনো সময়ের জন্য বন্ধ হয় না ঠিক তেমনিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সর্বদায় অপচেষ্টা চালিয়ে যায় এবং তার পিছে লেগে থাকে’ (ছহীহ মুসলিম, হা/২১৭৪; মিশকাত, হা/৬৮)।
প্রশ্নকারী : মো. নেকবার আলি
মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।