কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): মুয়াযযিন ইকামত এর শব্দগুলো ২ বার করে বলে, এখন আমরা মুছল্লীরা কি ২ বার করে বলব নাকি ১ বার করে বলব?

উত্তর: ইকামতের শব্দ একবার বলাই সুন্নাত ও সঠিক। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, বেলাল রাযিয়াল্লাহু আনহু-কে নির্দেশ দেওয়া হয়েছিল আযানকে দুইবার করে এবং ইকামতকে একবার একবার করে বলতে (ছহীহ বুখারী, হা/৬০৫)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে আযানের শব্দ দুইবার করে এবং ইকামতের শব্দ একবার করে বলা হতো। কিন্তু ইকামতের মধ্যে ‘কাদ্ ক্বামাতিছ-ছলাহ্’ শব্দটি দু’বার বলা হতো (আবূ দাঊদ, হা/৫১০)। সুতরাং ইকামতের শব্দগুলো একবার করেই বলবে এবং তার জবাবে মুছল্লীগণও একবার করেই বলবে।

প্রশ্নকারী : হাসান মোল্লা

গোপালগঞ্জ।

Magazine