উত্তর: পথিক ক্ষুধার্ত হলে তার জন্য বাগানের গাছে থাকা ফল কিংবা নিচে পড়ে থাকা ফল খাওয়া জায়েয। তবে শর্ত হলো, তিনবার উচ্চ কণ্ঠে বাগান মালিককে ডাক দিতে হবে। আর পুঁটলি বেঁধে নিয়ে যাওয়া যাবে না। আমর ইবনু শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে গাছে থাকা ফল সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন, ‘যে ব্যক্তি প্রয়োজনে পড়ে সেখান থেকে মুখে কিছু খেল, তার কোনো অপরাধ নেই। তবে যে ব্যক্তি সেখান থেকে কিছু নিয়ে চলে গেল, তার উপর দ্বিগুণ জরিমানা ও শাস্তি আরোপিত হবে’ (আবূ দাঊদ, হা/৪৩৯০)। তাই প্রয়োজন না হলে অর্থাৎ ক্ষুধার্ত না হলে খাওয়া যাবে না। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন কোনো বাগানের প্রাচীরের কাছে আসবে, তখন বাগানের মালিককে তিনবার ডাক দাও। যদি সাড়া দেয় তো ভালো। অন্যথা খেতে পার। তবে কোনো কিছু বিনষ্ট না করে’ (ইবনু মাজাহ, হা/২৩০০)। আর যা গাছ থেকে পড়ে থাকে তা খাওয়া যায়।
প্রশ্নকারী : মো. জাকারিয়া
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।