কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : কোনো অমুসলিম ব্যক্তি দেশের জন্য যুদ্ধ করে মারা গেলে তাকে শহীদ বলা যাবে কি?

উত্তর : না, কোনো কাফের ব্যক্তি তার কুফরী অবস্থাতে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে না। কেননা শহীদ হওয়ার জন্য অবশ্যই সেই ব্যক্তিকে মুসলিম হতে হবে। আর কাফেরদের কোনো আমলই কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফেররূপে মৃত্যুবরণ করেছে, তাদের কারো কাছ থেকে যমীনভরা সোনা বিনিময়স্বরূপ প্রদান করলেও তা

কখনো কবুল করা হবে না। এরাই তারা, যাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে; আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই’ (আলে ইমরান, ৩/৯১)। তিনি আরো বলেন, ‘আর আমরা তাদের কৃতকর্মের প্রতি অগ্রসর হয়ে সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব’ (আল-ফুরকান, ২৫/২৩)।

উল্লেখ্য যে, মুসলিম হয়েও যদি আল্লাহর কালেমাকে উঁচু করার উদ্দেশ্য না করে লড়াই করে নিহত হয়, তবুও সেই ব্যক্তি শহীদ নয়। বরং শহীদ হলো সেই ব্যক্তি, যে আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য লড়াই করে নিহত হয় (শারহু রিয়াযিস ছালেহীন, ইবনু উছাইমীন, ১/৬৬)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine