কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): ঈদের খুৎবা একটি নাকি দু’টি?

উত্তর: ঈদের খুৎবা একটি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার ছালাত শেষে দাঁড়িয়ে একটি খুৎবা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা-কে জিজ্ঞেস করা হলো, আপনি কি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ঈদের ছালাতে উপস্থিত ছিলেন? তিনি বললেন, হ্যাঁ, ছিলাম। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ছালাতের আযান ও ইক্বামতের কথা উল্লেখ করেননি। এরপর তিনি মহিলাদের নিকট আসলেন, তাদের ওয়ায-নছীহত করলেন, দান-খায়রাত করার জন্য উৎসাহিত করলেন... (ছহীহ বুখারী, হা/৯৬৩-৯৭৮; ছহীহ মুসলিম, হা/৮৮৫)। এতে প্রমাণ করে যে, ঈদের খুৎবা একটি।

উল্লেখ্য, দুই খুৎবা দেওয়ার প্রমাণে যে হাদীছ বর্ণিত হয়েছে সেটি যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/১২৮৯)।

প্রশ্নকারী : আহসান হাবীব

রাজশাহী।


Magazine