কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : যখন মানুষের রূহ কবজ করা হয় আমরা দুনিয়ার মানুষ বুঝতে পারি যে, তার মৃত্যু হয়েছে। কিন্তু একজন মৃত মানুষ কিভাবে বুঝবে যে, সে মৃত্যুবরণ করেছে?

উত্তরপ্রত্যেক মৃত মানুষই তার মৃত্যুর ব্যাপারে বুঝতে পারে। যা স্পষ্ট হাদীছ দ্বারাই প্রমানিত। বারা ইবনু বাযেব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,… মু’মিন বান্দা দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে (মৃত্যুর কাছাকাছি হয়) তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার কিছু ফেরেশতাগণ তার কাছে যান। তাঁদের চেহারা যেন দীপ্ত সূর্য। তাঁদের সাথে (জান্নাতের রেশমী কাপড়ের) কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূর সীমায় বসবে। তারপর মালাকুল মাওত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা! আল্লাহর মাগফেরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছবার জন্য দেহ থেকে বেরিয়ে আসো। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা শুনে মু’মিন বান্দার রূহ তার দেহ হতে এভাবে বেরিয়ে আসে যেমন মশক হতে পানির ফোঁটা বেয়ে পড়ে....। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখেরাতে পদার্পণ করবে, আসমান থেকে ’আযাবের ফেরেশতাগণ নাযিল হবেন। তাদের চেহারা নিকষ কালো...। এছাড়াও তাকে জান্নাত জাহান্নাম দেখানোর ব্যাপারে বলা হয়েছে (মুসনাদে আহমাদ, হা/১৮৫৩৪; মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/১২৪৩২)। জান কবযের সময় মৃত ব্যক্তি রূহ এর দিকে তাকিয়ে থাকে (ছহীহ মুসলিম, হা/৯২০)।

প্রশ্নকারী : শামীম মিঁয়া

রাজবাড়ী, ঢাকা।


Magazine