উত্তর: হজ্জের কোনো রুকন ছুটে গেলে হজ্জ বাতিল হয়ে যাবে। হজ্জের রুকন চারটি। যথা- ১. ইহরাম বাঁধা, ২. আরাফায় অবস্থান করা, ৩. তাওয়াফে ইফাযা করা এবং ৪. সাঈ করা। এছাড়া ইহরাম অবস্থায় স্ত্রীর সাথে মিলন হলে হজ্জ বাতিল হয়ে যায়। তবে তাকে হজ্জরত অবস্থায় থাকতে হবে এবং পরের বছর হজ্জ পালন করতে হবে (মুসতাদরাক হাকেম, হা/২৩৭৫)।
প্রশ্নকারী : মুশফিক
ঠাঁকুরগাও।
 
                             
                        
 
        
    