উত্তর : كنيز‘কানিয’ শব্দটিকে যদি ফারসী শব্দ ধরা হয়, তাহলে ‘কানিয ফাতেমা’ অর্থ ‘দাসী ফাতেমা’। নামটিতে শিরক বিদ’আত না থাকলেও একটি পছন্দনীয় নাম হিসাবে গণ্য করা যায় না। অতএব শুধু ফাতেমা নাম রাখাই উত্তম। কেননা কারো নামের অর্থ সুন্দর না হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে দিতেন। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عاصية (অবাধ্য) নাম পরিবর্তন করে বললেন, তোমার নাম ‘জামীলা’ (ছহীহ মুসলিম, হা/২১৩৯; আবূ দাউদ, হা/৪৯৫২)।
প্রশ্নকারী : রবিউল ইসলাম
ফুলতলাহাট, বোদা, পঞ্চগড়।