কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : স্মাটফোনে বিভিন্ন ধরনের গেমস খেলা যায়। ইসলামী শরীআতে এগুলো কি হালাল?

উত্তর : না, এসব গেমস হালাল নয়, তাই এগুলো খেলা যাবে না। কেননা এতে যথেষ্ট সময় অপচয় হয়। আর যে খেলায় সময়ের অপচয় হয়, দুনিয়া ও আখিরাতে কোনো কল্যাণ নিহিত থাকে না এবং আল্লাহর যিকির ও ছালাত হতে বিরত রাখে তা শয়তানের কাজ (আল-মায়েদা, ৫/৯১)। আর মোবাইলে গেমস খেলাও এমনি, কাজেই তা অবৈধ। বুরায়দা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দাবা খেলল, সে যেন তার হাতকে শূকরের রক্ত-গোশত দ্বারা রঞ্জিত করল’ (ছহীহ মুসলিম, হা/২২৬০; মিশকাত, হা/৪৫০০)। উল্লেখ্য যে, হাদীছে বর্ণিত শব্দ ‘নারদেশীর’ দাবার সাথে সীমাবদ্ধ নয়। বরং যেসব খেলাধুলায় সময়ের অপচয় হয় তার সবগুলো নারদেশীরের অন্তর্ভুক্ত যা স্পষ্ট হারাম। তাছাড়া তিনটি খেলা ছাড়া সকল প্রকারের খেলা যা লোকেরা খেলে থাকে তা অন্যায় ও বাতিল- ১. ধনুকের সাহায্যে তীর নিক্ষেপ করা। ২. ঘোড়ার প্রশিক্ষণ ও ৩. স্ত্রীর সঙ্গে আমোদ-প্রমোদ করা। এগুলো শরীআতে বৈধ ও স্বীকৃত (মুসনাদে আহমাদ, হা/১৭৩৩৮; দারেমী, হা/২৪০৫ তিরমিযী, হা/১৮৩৭; ইবনু মাজাহ, হা/২৮১১; মিশকাত, হা/৩৮৭২)।

প্রশ্নকারী : আরিফুল ইসলাম, রাজশাহী।



Magazine