কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): হিন্দু বা বিধর্মীদেরকে সালাম দেওয়া জায়েয হবে কি? অনেক সময় তারাই আগে ‘আস-সালামু আলাইকুম’ বলে, তখন কি তাদের ‘আদাব’ বলা যাবে? বা কী বলে উত্তর দিব?

উত্তর: হিন্দু বা কোনো বিধর্মীকে আগে সালাম দেওয়া যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা ইয়াহূদী ও নাছারাদেরকে প্রথমে সালাম দিও না। তাদের সাথে পথে দেখা হলে সংকীর্ণ পাশ দিয়ে যেতে বাধ্য করো’ (ছহীহ মুসলিম, হা/২১৬৭)। তবে তারা সালাম দিলে শুধু ‘ওয়ালাইকুম’ বলে উত্তর দিতে হবে। আদাব বা তাদের ধর্মীয় কোনো কথা বলা যাবে না। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন কোনো আহলে কিতাব তোমাদেরকে সালাম দিবে, তখন তোমরা বলো ওয়ালাইকুম’ (ছহীহ বুখারী, হা/৫৯০৩; ছহীহ মুসলিম, হা/২১৬৩)।

প্রশ্নকারী : আব্দুর রহমান রনি

কালিহাতী, টাঙ্গাইল।

Magazine