কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): স্ত্রীকে সতর্ক করার জন্য যদি বলা হয়, তুমি যদি আসলেই এতটা স্বামীর আয়ত্বের বাহিরে চলতে চাও, ইসলামী কথা না শুন, না মান; তাহলে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিব। কথাটি বললে তালাক পতিত হবে কি বা কোনো সমস্যা হবে কি?

উত্তর: এভাবে বলার দ্বারা তালাক পতিত হয়নি। কেননা এসব কথা ভবিষৎের উপর নির্ভর করে। এমতাবস্থায় স্ত্রীর সাথে সংসার করতে পারব না মনে করলে সামাজিকভাবে সমাধানে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা কর, তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। যদি তারা মীমাংসা চায়, তাহলে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দিবেন’ (আন-নিসা, ৪/৩৫)। কিন্তু তালাক অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এ জাতীয় শব্দ যেকোনোভাবে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা-বিদ্রূপের বস্তু করো না’ (আল-বাকারা, ২/২৩১)।

প্রশ্নকারী: মুহাম্মদ সালমান রহমানী

ছোনটিয়া বাজার, জামালপুর।
Magazine