কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : মুসাফির অবস্থায় তাহাজ্জুদ ছালাত আদায় করা যাবে কি? কত রাক‘আত পড়তে হবে?

উত্তর : মুসাফির অবস্থায় তাহাজ্জুদ ছালাত আদায় করা যাবে। আমির ইবনু রাবী‘আহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাতের বেলা সফরে বাহনের পিঠে বাহনের গতিপথ অভিমুখী হয়ে নফল ছালাত আদায় করতে দেখেছেন (ছহীহ বুখারী, হা/১১০৪)। অপর এক হাদীছে এসেছে, আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন ও তাদের দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তন্মধ্যে একজন হলো ঐ ব্যক্তি যে সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে ছালাত আদায় করে’ (হাকেম, ১/২৫ পৃঃ; সিলসিলা ছহীহাহ, হা/৩৪৭৮)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine