উত্তর : অলসতার কারণে মসজিদে না গিয়ে বাড়ীতে ছালাত আদায় করা গর্হিত কাজ। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি আযান শুনল অথচ কোনো ওযর ছাড়াই মসজিদে আসল না তার ছালাত হবে না’ (ইবনু মাজাহ হা/৭৯৩, সনদ ছহীহ)। অন্য হাদীছে এসেছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণির লোকদের ঘরে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন (বুখারী হা/৬৪৪; মিশকাত হা/১০৫৩)। তাছাড়া তিনি অন্ধ ব্যক্তিকেও বাড়ীতে ছালাত আদায় করার অনুমতি দেননি (মুসলিম হা/১৫১৮; মিশকাত হা/১০৫৪)। ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মসজিদ ছেড়ে বাড়ীতে ছালাত আদায় করল সে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত পরিত্যাগ করল। আর যে ব্যক্তি নবীর সুন্নাত পরিত্যাগ করল সে পথভ্রষ্ট হলো’ (আবূ দাঊদ হা/৫৫০)।
প্রশ্নকারী : রাকিব হাসান
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।