উত্তর: পাত্রী দেখতে গিয়ে বরের জন্য পাত্রীর চেহারা, হাত ও পায়ের পাতা দেখা বৈধ। অনেকে বলেছেন, খোলা মাথাও দেখা যায়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি তার নিকট এসে তাকে বলল যে, সে আনছার সম্প্রদায়ের এক মেয়েকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘তুমি কি তাকে একবার দেখেছে?’ সে বলল, না। তিনি বললেন, ‘যাও! তুমি তাকে এক নযর দেখে নাও। কারণ আনছারদের চোখে কিছুটা ক্রটি আছে’ (ছহীহ মুসলিম, হা/১৪২৪)। পাত্র ছাড়া অন্য কোনো পুরুষের জন্য পাত্রী দেখা জায়েয নয়। আর পাত্রের জন্য শর্ত হলো, সে যেন পাত্রীকে নিয়ে নির্জনতা অবলম্বন না করে; বরং তার সঙ্গে তার কোনো মাহরাম পুরুষ (বাপ-ভাই) অবশ্যই থাকতে হবে। পিতা-মাতার উচিত হবে না তাদের কোনো এক রুমে একাকী ছেড়ে দেওয়া। মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো পুরুষ যেন কোনো বেগানা নারীর সঙ্গে তার সাথে মাহরাম পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে’ (ছহীহ বুখারী, হা/৩০০৬; ছহীহ মুসলিম, হা/৩৩৩৬)।
প্রশ্নকারী : রাকিবুল ইসলাম
রাজশাহী।