উত্তর : কবুতর পোষার জন্য মসজিদের ছাদের উপর ঘর নির্মাণ করা যাবে না। কারণ কবুতর উপরে থাকলে মসজিদ অপরিষ্কার হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে ও তা পরিষ্কার রাখতে নির্দেশ দিয়েছেন। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মসজিদ গড়ে তোলার, তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ও এতে সুগন্ধি ছড়াবার হুকুম দিয়েছেন (আবূ দাঊদ, হা/৪৫৫; তিরমিযী, হা/৫৯৪; ইবনু মাজাহ, হা/৭৫৮)। জনৈক ব্যক্তি মসজিদে পেশাব করলে রাসূলুল্লাহ তা পরিষ্কার করার নির্দেশ দেন (ছহীহ ইবনু খুযায়মা, হা/২৯৩)। তাছাড়া দুনিয়াবী কোনো কাজে কিংবা ব্যক্তি স্বার্থে মসজিদকে ব্যবহার করা ঠিক নয়। তাছাড়া এটা মসজিদের আদবের খেলাফ। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় মসজিদসমূহ আল্লাহর ইবাদত সম্পাদনের জন্য...’ (আল-জিন, ৭২/১৮)।
প্রশ্নকারী : আব্দুল কুদ্দুস
রাণীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর।