কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): মোবাইল ব্যবসা কি হালাল হবে? কারণ মোবাইল বিভিন্ন ধর্মের লোক এবং বিভিন্ন ধরনের মানুষ ক্রয় করে। সাধারণত বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে বুঝা যায় যে, তারা খারাপ কাজেও মোবাইল ব্যবহার করবে বা খারাপ কাজে ব্যবহার করে। এক্ষেত্রে আমার ব্যবসা টা কি জায়েয হবে?

উত্তর: মোবাইলের ব্যবসা করাতে শরীআতে কোনো বাধা নেই। তবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে, কোনো ব্যক্তি এই মোবাইল নিয়ে পাপের কাজে ব্যবহার করবে, তাহলে তার কাছে মোবাইল বিক্রি করা যাবে না। কেননা এতে করে তার পাপকাজে সহযোগিতা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তবে সাধারণত অধিকাংশ মানুষই মোবাইল খারাপ কাজে ব্যবহার করে। তাই তাক্বওয়ার দাবি অনুযায়ী এমন ব্যবসা থেকে বিরত থাকাই ভালো (ছহীহ বুখারী, হা/৩৭৫; ছহীহ মুসলিম, হা/২০৭৫)।

প্রশ্নকারী : তোফিজুল ইসলাম

মুর্শিদাবাদ, ভারত।


Magazine