কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): আমার মা তার সব সম্পত্তি মামাদের দিয়ে গেলে আমরা তো বঞ্চিত হবো। এতে কি আমার মা গুনাহগার হবে?

উত্তর: কোনো ব্যক্তি তার সব সম্পদ কাউকে দান করে দিতে পারবে না। যদি তিনি ওয়ারিছদের বঞ্চিত করে এমনটি করেন, তাহলে তিনি পাপী হবে। সা‘দ বিন আবী ওয়াক্কাছ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি কি আমার সমুদয় মালের ব্যাপারে অছিয়ত করে যাব? তিনি বললেন, ‘না’। আমি বললাম, তবে অর্ধেক? তিনি ইরশাদ করলেন, ‘না’। আমি বললাম, তবে এক-তৃতীয়াংশ? তিনি ইরশাদ করলেন, ‘এক-তৃতীয়াংশ আর এক-তৃতীয়াংশও অনেক। ওয়ারিছগণকে দরিদ্র ও পরমুখাপেক্ষী করে রেখে যাবার চেয়ে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম’ (ছহীহ বুখারী, হা/২৭৪২)। সুতরাং কোনো ব্যক্তি তার সম্পদের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ যারা তার ওয়ারিছ নয় তাদের জন্য অছিয়ত বা উইল করে যেতে পারেন।

প্রশ্নকারী : মো. নাছিম মিয়া

ভাঙ্গা, ফরিদপুর৷


Magazine