কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): জুমআর দিনে মসজিদে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত এবং এর বিশেষ ফযীলত রয়েছে। কিন্তু জেলা পর্যায়ে আহলেহাদীছ মসজিদের সংখ্যা কম হওয়ায় বাড়ি থেকে দূরত্ব অনেক বেশি হয় এবং অনেক ক্ষেত্রেই মসজিদগুলোতে জুমআর দিনে হেঁটে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে জুমআর দিনে মসজিদে যাতায়াতে যানবাহন ব্যবহার করলে কি ফযীলত পাওয়া যাবে না?

উত্তর: জুমআয় হেঁটে যাওয়ার ব্যাপারে বিশেষ ফযীলতের কথা এসেছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন নিজে গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, সকাল সকাল মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়ে নয় এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুৎবা শুনবে, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর ছিয়াম পালন ও রাতভর ছালাত আদায়ের (সমান) ছওয়াব পাবে’ (আবূ দাঊদ, হা/৩৪৫)। অত্র হাদীছের উপর আমল করার ইচ্ছায় পায়ে হেঁটে জুমআয় যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। পায়ে হেঁটে যাওয়া সম্ভব না হলে সদিচ্ছার কারণে নেকী পাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন বান্দা পীড়িত হয় কিংবা সফরে থাকেতখন তার জন্য তা-ই লেখা হয়, যা সে আবাসে সুস্থ অবস্থায় আমল করত’ (ছহীহ বুখারী, হা/২৯৯৬)।

প্রশ্নকারী: তাওহিদুল ইসলাম

কাঠালতলা, যশোর।


Magazine