কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : মেয়ের বাবার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু মেয়ের বাবা ছেলের অভিভাবক ছাড়া বিবাহ দিতে রাজি হচ্ছে না। আবার ছেলের অভিভাবকও ছেলেকে এই সময়ে বিয়ে দিতে চাচ্ছে না, তাদের অজুহাত হলো, ছেলের ইনকাম কম, বিবাহের বয়স হয়নি, পড়াশুনা শেষ করে তারপর বিবাহ করাবে ইত্যাদি। যদিও ছেলে বিবাহের উপযুক্ত (বয়স ২৩+) এবং আর্থিকভাবে কিছুটা হলেও সামর্থ্যবান, ভাল ইনকামের চেষ্টা করছে। আমরা জানি, মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ বিশুদ্ধ হয় না। এরকম অবস্থায় ঐ ছেলের করণীয় কি হতে পারে?। এক্ষেত্রে ছেলে ও মেয়ে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে?

উত্তর: ছেলের বিবাহের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি থাকা ভালো তবে জরুরি নয়। ছেলে সাবালক হলে অভিভাবক ছাড়াও বিবাহ করতে পারে। তবে মেয়ের জন্য অভিভাবক আবশ্যক। অভিভাবক ছাড়া মেয়ে বিবাহ করলে তার বিবাহ বাতিল হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে, তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল (তিরমিযী, হা/১১০২; মিশকাত, হা/৩১৩১)। সুতরাং মেয়ের অভিভাবকের সম্মতি নিয়েই বিবাহ করতে হবে। সম্মতি না হলে অন্য কোনো দ্বীনদার মেয়েকে খুঁজতে হবে।

প্রশ্নকারী : মো. রেজাউল ইসলাম রানা

কাশিমপুর,গাজীপুর।

 

Magazine