কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : উশরের ধান গরীব হিন্দুদেরকে দেওয়া যাবে কি?

উত্তর : যাকাতের সম্পদ আট শ্রেণির মানুষের মাঝে বণ্টন করে দেওয়া যায়। তার এক শ্রেণির মানুষ হলো বিধর্মী। তাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাতের মাল দেওয়া যায়। মহান আল্লাহ বলেন, ‘যাকাত পাবে ফকীর-মিসকীন, যাকাত আদায়কারী, ইসলামের প্রতি যাদের হৃদয় আকৃষ্ট হবে তারা, গোলাম আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্থ ব্যক্তি, আল্লাহর পথে, মুসাফির। এটা হলো আল্লাহর পক্ষ থেকে অবধারিত বিধান’ (আত-তওবা, ৯/৬০)।

-মো. জিল্লুর রহমান

সাঘাটা, গাইবান্ধা।


Magazine