কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : আমাদের এলাকাতে অনেক ব্র্যাকে কর্মরত ব্যক্তিরা আছে। অনেক সময় তারা এলাকার দোকান থেকে কলম, খাতাসহ আরো অন্যান্য কিছু ক্রয় করে সেই ব্র্যাকের কাজে ব্যবহার করে। আমি নিশ্চিতভাবে জানার পরেও যদি তাদের কাছে এগুলো বিক্রি করি, তাহলে কি আমার কাজটা বৈধ হবে?

উত্তর : যদি নিশ্চিতভাবে জানা যায় যে, সেই ব্যক্তি এগুলো নিয়ে গিয়ে তার সূদী কাজে ব্যবহার করবে, তাহলে তার নিকটে এগুলো বিক্রি করা যাবে না। কেননা এর মাধ্যমে অন্যায়কে সহযোগিতা করা হবে, যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। পাপ ও সীমালংঘনের কাজের পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের জন্য বিক্রি করা যাবে।

প্রশ্নকারী : মনিরুল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine