উত্তর : গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মহিলারা ছিয়াম রাখতে সক্ষম না হলে পরবর্তীতে তাদেরকে তার ক্বাযা আদায় করতে হবে। কেননা মহান আল্লাহ তাদেরকে অন্য সময় আদায় করার জন্য আদেশ করেছেন (আল-বাক্বারা, ২/১৮৫; ফিক্বহুস সুন্নাহ, পৃ. ৫৯০)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা মুসাফিরকে ছিয়াম পালনের ব্যাপারে ছাড় দিয়েছেন এবং ছালাত অর্ধেক করে দিয়েছেন। আর গর্ভবতী ও বাচ্চাকে দুধপানকারিণী মহিলাকে ছিয়াম পালন করার ব্যাপারে ছাড় দিয়েছেন’ (নাসাঈ, হা/২২৭৪, ২২৭৫)। তবে ক্বাযা আদায় করতে সক্ষম না হলে ফিদইয়া দিবে এবং প্রতিদিন সমান ফিদইয়াস্বরূপ একজন মিসকীনকে সোয়া কেজি চাল দিবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেন, গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারিণী মহিলার জন্যে ফিদইয়া প্রদানের বিধান বহাল রয়েছে (আবূ দাঊদ, হা/২৩১৭)।
সিয়াম
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।