কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমার স্ত্রী এবং মায়ের যে স্বর্ণালংকার আছে তার যাকাত কি পৃথকভাবে হিসাব করতে হবে, না-কি একসাথে?

উত্তর : সম্পদের মালিক যিনি তাকেই যাকাত বের করতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৯৬; ছহীহ মুসলিম, হা/১৯; মিশকাত, হা/১৭৭২)। মা ও স্ত্রীর স্বর্ণের মালিক যদি তারা পৃথক পৃথকভাবে নিজেরা হয় এবং পৃথকভাবে তাদের নিজ নিজ টাকা-পয়সা ও স্বর্ণ যদি নিছাব পরিমাণ হয় তাহলে পৃথকভাবেই যাকাত দিতে হবে। আর যদি মালিকানা একসাথে হয় তাহলে একসাথেই যাকাত দিতে হবে। যাকাত বের না করার ইচ্ছায় পৃথক সম্পদকে একত্রিত করা যাবে না। আবার একত্রিত সম্পদকে পৃথক করাও যাবে না (ছহীহ বুখারী, হা/১৪৫০; আবূ দাঊদ, হা/১৫৬৮)।

 প্রশ্নকারী : ফয়সাল রশিদ

পূর্ব নাসিরাবাদ, ২ নং গেইট, চট্টগ্রাম।

Magazine