উত্তর : প্রবাসী অবস্থায় দেশে ফিতরা আদায় করতে চাইলে এবং নির্ধারিত সময় ফিতরা আদায় করা সম্ভব হলে স্থানীয় খাদ্য-দ্রব্য বা শস্য (চাল, গম, খেজুর ইত্যাদি) এক ছা‘ বা আড়াই কেজি বা এর কাছাকাছি পরিমাণ আদায় করে দিবে। কেননা এটাই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর আদেশ। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক ছা‘ শস্য ফিতরা আদায় করবো, যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আদায় করতাম (ইবনু মাজাহ, হা/১৮২৯)।
হাফিজুর রহমান
সিঙ্গাপুর প্রবাসী।