কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : মেয়েরা কি রেস্টুরেন্টে গিয়ে শুধুমাত্র খাওয়ার সময় মুখ খুলতে পারবে?

উত্তর : নারীগণ বাড়ির বাহিরে গমন করতে চাইলে, অবশ্যই পর্দা দ্বারা আবৃত হয়ে বের হবে। কেননা সৌন্দর্য পরিদর্শন করে ঘুরে বেড়ানো জাহিলী যুগের নারীদের অভ্যাস। এই মর্মে মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে; প্রাচীন জাহেলী যুগের নারীদের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না’ (আল-আহযাব, ৩৩/৩৩)। তিনি অন্যত্র বলেন, ‘তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় (যখন তারা বাড়ীর বাইরে যায়), এতে তাদেরকে চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্যক্ত করা হবে না’ (আল-আহযাব, ৩৩/৫৯)। সুতরাং নারীরা বাড়ির বাহিরে যাবে না। প্রয়োজনে যেতে হলে মাহরামের সাথে ও পূর্ণ পর্দাসহ যাবে (ছহীহ মুসলিম, হা/১৩৩৮)। সুতরাং জরুরী কারণে যদি হোটেল বা রেস্টুরেন্টে যেতে হয় তাহলে, নির্জন ও নিরিবিলি স্থানে বসবে। এমতাবস্থায় মুখ খুলতে পারে। মহান আল্লাহ বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ ‘তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো’ (আত-তাগাবূন, ৬৪/১৬)।

প্রশ্নকারী : তানজিনা সুলতানা সিনথী

সাদুল্যাপুর,গাইবান্ধা।


Magazine