কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (৩০) অবৈধভাবে উপার্জিত অর্থ-সম্পদের যাকাত দিতে হবে কি?

উত্তর : যাকাতযোগ্য সম্পদ হতে যাকাত বের করার উদ্দেশ্য হচ্ছে- এক. গরীব-দুখী মানুষের অধিকার প্রদান করা বা দারিদ্র্য বিমোচন। দুই. নিজেকে ও নিজ সম্পদকে পবিত্র করা। এমতাবস্থায় সম্পদের যাকাত বের করতে হবে একথাই ঠিক। তবে ব্যক্তিকে এমন মনে রাখতে হবে যে, হারাম সম্পদের যাকাত আল্লাহর নিকট কবুল হয় না। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا ‘হে মানুষ সকল! নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু কবুল করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। এমন ব্যক্তিকে তার হারাম সম্পদ নেকীর আশা ছাড়াই জনকল্যাণমূলক কাজে ব্যয় করার মাধ্যমে পবিত্র করার চেষ্টা করতে হবে এবং হারাম হতে বেঁচে থাকতে হবে। আর যাকাত শুধু হালাল সম্পদেরই আদায় করতে হবে।

প্রশ্নকারী : আব্দুর রহমান

কুরপার, পুলিশ লাইন, নেত্রকোনা।


Magazine