উত্তর: যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরে সালাম পৌঁছানো ও অন্য কারো মাধ্যমে সালাম পৌঁছে দেওয়ার পক্ষে ছহীহ কোনো বর্ণনা পাওয়া যায় না। আবার ছাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণের মধ্যে কেউ এমনটি করেছেন বলে প্রমাণিত নয় আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন কোনো আমল যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটি প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। সুতরাং এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : আহসান হাবীব
দিনাজপুর।