কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): বিতর ছালাত কি ১ রাকআত পড়া যাবে? পড়ার নিয়ম কী?

উত্তর: যাবে। আবূ আইয়ূব আল-আনছারী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলূল্লাহ ‍ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বিতর ছালাত ওয়াজিব। অতএব, কেউ চাইলে তা পাঁচ রাকআতও পড়তে পারে, তিন রাকআতও পড়তে পারে এবং এক রাকআতও পড়তে পারে’ (ইবনু মাজাহ, হা/১১৯০)। এক রাকআত বিতর ছালাত পড়ার পদ্ধতি হলো, স্বাভাবিকভাবেই তাকবীরে তাহরীমা দ্বারা ছালাত শুরু করে ছানা, আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ অতঃপর সূরা ফাতিহা পাঠ করার পর যেকোনো একটি সূরা পাঠ করবে। তারপর স্বাভাবিকভাবেই রুকূতে যাবে। রুকূ থেকে উঠার পর দাঁড়ানো অবস্থায় দুই হাত উত্তোলন করে মোনাজাতের ভঙ্গিতে দু‘আ কুনূত পাঠ করবে। তারপর যথারীতি সিজদায় যাবে এবং বাকী ছালাত স্বাভাবিকভাবেই পূর্ণ করে সালাম ফিরাবে।

প্রশ্নকারী : মো. আদনান

মগবাজার, ঢাকা।


Magazine