উত্তর : নারীদের জন্য হাই হিল জুতা পরা জায়েয নয়। কেননা তাতে তাদের সৌন্দর্য প্রকাশ হয়ে পড়ে, যা থেকে শরীআতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। তবে যা সাধারণত প্ৰকাশ হয়ে থাকে তা ছাড়া’ (আন-নূর ২৪/৩১)। এছাড়া এমন জুতা পরলে যেকোনো সময় পড়ে গিয়ে আহত হতে পারে। আবার এতে প্রতারণা রয়েছে। কেননা আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন নারীরা হাই হিল জুতা পরে তার চেয়ে বেশি লম্বা হিসেবে নিজেদেরকে প্রকাশ করে। এছাড়াও আরো অনেক কারণে নারীদের জন্য হাই হিল জুতা পরা জায়েয নয়।
প্রশ্নকারী : জাহিদুল ইসলাম
ডাকবাংলা, ঝিনাইদহ।