উত্তর : মসজিদের জন্য যা দান করা হবে, সেটি মসজিদ ছাড়া অসহায় মানুষকে দান করাসহ অন্য কাজে ব্যয় করা যাবে না। অসহায় মানুষদেরকে মুসলিমরা আলাদাভাবে তাদের সম্পদ থেকে সহায়তা করবে। কেননা তাদের সম্পদে অসহায়দের হক্ব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যাদের সম্পদে নির্ধারিত হক্ব রয়েছে। প্রার্থী এবং বঞ্চিতদের’ (আল-মাআরিজ, ৭০/২৪-২৫)। কিন্তু মসজিদে দানকৃত অর্থ থেকে তাদেরকে সহায়তা করা যাবে না।
প্রশ্নকারী : খন্দকার আব্দুল্লাহ মুজাহিদ
শ্যামপুর, রাজশাহী।