কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি, অফিস চলাকালিন সময়ে আমরা অফিসেআযান দিয়ে সবাই একসাথে জামাতে ছালাত আদায় করি। আমার প্রশ্ন হলো মসজিদে আদায় করতে না পারায় আমাদের ছালাত হবে কি?

উত্তরমসজিদ যদি নিকটেই হয়, তাহলে মসজিদে না গিয়ে অফিসেই জামাআত সহকারে ছালাত আদায় করা জায়েয নয়। কেননা মসজিদে গিয়ে জামাআতে ছালাত আদায় করা আবশ্যক। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যে, ছালাত আদায় করার আদেশ করি। তারপর সেই অনুযায়ী ছালাত আদায় করানো হয়। আর যে সম্প্রদায় ছালাতে উপস্থিত হয় না, আমি তাদের বাড়িতে গিয়ে তা জ্বালিয়ে দেই (ছহীহ বুখারী, হা/৪২০)। এখানে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে গিয়ে ছালাত আদায় করাতে চেয়েছেন। আবদুল্লাহ ইবনু মাসউদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আগামীকাল কিয়ামতের দিন মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে আনন্দবোধ করে, সে যেন ঐখানে ছালাতের রক্ষণাবেক্ষণ করে, যেখানে ছালাতের জন্য আযান দেয়া হয় (ছহীহ মুসলিম, হা/৬৫৪)। কিন্তু জামাআতের সাথে ছালাত আদায় করা শর্ত নয়। অর্থাৎ মসজিদে গিয়ে জামাআতে ছালাত আদায় না করলে সেই ছালাতই হবে না বিষয়টি এমন নয়; বরং কেউ যদি মসজিদে গিয়ে জামাআতে ছালাত আদায় নাও করে, তবুও তার ছালাত হবে। কিন্তু মসজিদ গিয়ে জামাআতে ছালাত আদায় না করার জন্য গুণাহ হবে। পক্ষান্তরে মসজিদ যদি অনেক দূরে হয়, যেখান থেকে আযান শুনতে পাওয়া না যায়, তাহলে অফিসেই জামাআত সহকারে ছালাত আদায় করাতে কোনো সমস্যা নেই (মাজমু ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৫/২০)।

প্রশ্নকারী : নুর-মোহাম্মদ

কাঠালবাগান, ধানমন্ডি-ঢাকা


Magazine