উত্তর : স্বামী মারা গেলে স্ত্রীকে তার স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করতে হবে। যায়নাব বিনতু কাব ইবনু উজরাহ রহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত, আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু-এর বোন ফুরাইআহ বিনতু মালিক ইবনু সিনান তাকে জানিয়েছে যে, তিনি বনু খুদরায় তার পিতার বাড়িতে ফিরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে অনুমতি চাইলেন। তার স্বামী তার কয়েকটি পলাতক গোলামের সন্ধানে গিয়েছিলেন। অবশেষে তিনি আল-কাদূম সীমায় পৌঁছে তাদের দেখতে পেলেন। এরপর গোলামরা তাকে হত্যা করে ফেলে। তার স্ত্রী রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অনুমতি চাইলেন, আমি আমার পিত্রালয়ে ফিরে যেতে চাই। তিনি আমার জন্য তার মালিকানাধীন বাসস্থান অথবা খোরপোষ রেখে যাননি। মহিলা বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, আমি রওয়ানা হয়ে হুজরা অথবা মসজিদ পর্যন্ত গেলে তিনি আমাকে ডাকলেন বা কাউকে দিয়ে ডাকালেন। তিনি আমাকে বললেন, ‘তুমি কি বলেছিলে? তখন আমি আমার স্বামীর ঘটনাটি পুনরাবৃত্তি করি। তিনি আমাকে বললেন, ‘তুমি ইদ্দাত শেষ হওয়া পর্যন্ত তোমার (স্বামীর) ঘরেই অবস্থান করো’। মহিলাটি বললেন, আমি সেখানে চার মাস দশ দিন অতিবাহিত করলাম। উছমান ইবনু আফফান রযিয়াল্লাহু আনহু তার যুগে আমার নিকট লোক পাঠিয়ে আমার ঘটনাটি জানতে চাইলে আমি তাকে অবহিত করি। তিনি তা অনুসরণ করলেন এবং সেই অনুযায়ী বিধান জারি করলেন (আবূ দাঊদ, হা/২৩০০)। তবে উক্ত বাড়ি যদি তার জন্য ঝুঁকিপূর্ণ ও সুবিধাজনক না হয় কিংবা তাকে দেখাশুনা করার মতো কোনো মাহরাম পুরুষ না থাকে, তাহলে বাবার বাড়িতে বা যেখানে তার জন্য নিরাপদ সেখানে গিয়ে ইদ্দত পালন করতে পারে (ইবনু মাজাহ, হা/২০৩২-৩৪)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ ওমর
পাবনা।