কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : গরু/ছাগল দ্বারা শস্যের ক্ষতি করলে জরিমানা নেওয়া যাবে কি?

উত্তর : পশু যদি দিনের বেলাতে শস্য খেয়ে নেয় তাহলে এতে জমির মালিক দায়ী। আর যদি রাতের বেলা শস্য খেয়ে নেয় তাহলে পশুর মালিক দায়ী। বারা ইবনু আযেব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নিম্নরূপ) ফায়ছালা প্রদান করেছিলেন, বাগ-বাগিচার দেখাশোনার দায়িত্ব দিনের বেলা তার মালিকের উপর (দিনের বেলা লোকসানের জন্য মালিক দায়ী থাকবে)। গৃহপালিত জন্তুর রাতের বেলায় দেখাশোনার দায়িত্ব তার মালিকের উপর ন্যস্ত। রাত্রিবেলায় গৃহপালিত পশুর ক্ষতির জন্য পশুর মালিক দায়ী থাকবে (আবূ দাঊদ, হা/৩৫৬৯, ইবনু মাজাহ, হা/২৩৩২)। সুতরাং এক্ষেত্রে পশুর মালিকের থেকে জরিমানা নেওয়া যাবে।

প্রশ্নকারী : আমিনুল ইসলাম

বগুড়া।


Magazine