কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): কীভাবে বসে খাওয়া সুন্নাত?

উত্তর: খাবার খেতে বসার ক্ষেত্রে সুন্নাত হলো দুই হাঁটু্ মাটির সাথে লাগিয়ে ও নলার উপর ভর করে বসা বা ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা (ফাতহুল বারী, ৯/৫৪২)। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে (দুই হাটুঁ যমিনে লাগিয়ে) উচুঁ হয়ে খেজুর খেতে লক্ষ্য করেছি (ছহীহ মুসলিম, হা/২০৪৪)। তবে মানুষ চাইলে অন্যভাবেও বসে খেতে পারে। সেক্ষেত্রে মনে রাখতে হবে, হেলান দিয়ে খাওয়া উচিত নয়। আবূ জুহায়ফা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- لاَ آكُلُ مُتّكِئًا ‘আমি হেলান দিয়ে বসে খাই না’ (ছহীহ বুখারী, হা/৫৩৯৮)। সুতরাং এভাবে বসে খাওয়া উচিত না। কারণ পরিমাণ মতো খাওয়া এবং বিনয়ের সাথে বসে খাওয়া সুন্নাত। হেলান দিয়ে বসলে খাওয়া বেশি হয় এবং তাতে বিনয় প্রকাশ পায় কম। উপুড় হয়ে খাওয়াও উচিত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপুড় হয়ে খেতে নিষেধ করেছেন (ইবনু মাজাহ, হা/৩৩৭০)।

প্রশ্নকারী : আয়েশা দিনা বিনতে এরশাদ

টিকাপাড়া, ঠাকুরগাঁও।

Magazine