উত্তর : আল্লাহ তাআলার ছিফাতগুলোকে কুরআন ও সুন্নাহর দলীল ছাড়া খেয়ালখুশি মতো ব্যাখ্যা করা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য নয়। বরং এটি হলো ভ্রান্ত আকীদার বহিঃপ্রকাশ। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তাআলার সকল ছিফাতকে কুরআন ও সুন্নাহতে যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করে, কোনটির অপব্যাখ্যা করে না। তবে কোন ব্যক্তি যদি আল্লহর ছিফাতকে অস্বীকার না করে, বরং সংশয় সন্দেহের কারণে কোন কোন ছিফাতের অপব্যাখ্যা করে যেমন আল্লাহর হাত মানে কুদরত ইত্যাদি, তাহলে এর দ্বারা সেই ব্যক্তি কাফের হয়ে যাবে না (মাজমু ফাতাওয়া ইবনে তায়মিয়া, ৭/৫০৭)। আহলে সুন্নাতের কোন ইমাম পাওয়া গেলে আল্লাহর ছিফাতকে অপব্যাখ্যাকারী কোন ব্যক্তিকে নির্ধারিত ইমাম বানানো উচিত নয়। তবে যদি এমন ব্যক্তিই ইমাম নিযুক্ত থাকে আর এর পিছনে ছালাত আদায় করে তবে তার ছালাত ছহীহ হবে ইনশা-আল্লাহ। আর আল্লাহই অধিক অবগত।
প্রশ্নকারী : মো. সামিউল ইসলাম
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।