কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : হাদীছে বর্ণিত হয়েছে যে, যোহরের পূর্বে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকআত ছালাত আদায় করতেন। আবার ফরয ছালাতের পরেও চার রাকআত পড়ার কথা আছে। প্রশ্ন হলো উক্ত চার রাকআত ছালাত দুই দুই রাকআত করে আদায় করতে হবেনা-কি এক সালামেই চার রাকআত আদায় করতে হবে?

উত্তর : যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নাত দুই রাকআত করে পড়াই উত্তম। উল্লেখ্য, এক সালামে চার রাকআত ছালাত আদায় করা মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (আবু দাঊদ, হা/১২৭০)।

প্রশ্নকারী : শামীম হোসেন

বাগমারা, রাজশাহী।

Magazine