কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : মসজিদের পশ্চিম দিকে অবস্থিত একটি জায়গায় মহিলাদের জুম‘আর ছালাতের ব্যবস্থা করা হয়ে থাকে। এভাবে তাদের ছালাত আদায় করা জায়েয হবে কি?

উত্তর : এভাবে ছালাত জায়েয হবে না। কারণ তারা ইমামের সামনে রয়েছে। আর ইমামের সামনে মুসল্লির দাঁড়ানো জায়েয নয়। তবে ডানে, বামে, পিছনে দাঁড়ালে জায়েয হবে। শরীয়তের নিয়ম হলো যে, মহিলারা পুরুষের পিছনে ছালাত আদায় করবে। আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, তার দাদী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খাবারের দাওয়াত করলেন যা তিনি তার জন্য তৈরি করেছিলেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হতে খেলেন এবং বললেন, ‘তোমরা ছালাতের জন্য দাঁড়াও আমি তোমাদের ছালাত পড়াব। রাবী বলেন, আমি দাঁড়ালাম ও ছোট ভাই ইয়াতীম তার পিছনে দাঁড়াল এবং বৃদ্ধা মহিলা আমাদের পিছনে দাঁড়াল। এরপর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ছালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন (ছহীহ বুখারী, হা/৩৮০; ছহীহ‍ মুসলিম, হা/৬৫৮)। উক্ত হাদীছ প্রমাণ করে যে, মহিলারা পিছনে ছালাত আদায় করবে। তবে যদি তেমন জায়গা না থাকে তাহলে ডানে-বামে ছালাত আদায় করতে পারে (মাজমূআয়ে ফতওয়া ইবনু উছায়মীন, ১৩/৪৪) এবং পুরুষের পাশে মহিলাদের ছালাতের ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই উভয়ের মাঝে দেওয়াল বা প্রতিবন্ধকতামূলক কিছু দিতে হবে। এমন অবস্থায় ঐক্যমতে ছালাত বৈধ হবে (তাবয়ীনুল হাকায়েক্ব, ১/১৩৮)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

দিনাজপুর।


Magazine